|
Date: 2024-03-18 15:22:41 |
বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন হয়েছে।
শনিবার (১৬ই মার্চ) বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখা কার্যালয় হাজ্বী রিয়াজ প্লাজায় উক্ত ইফতার পার্টির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার সভাপতি ও আসন্ন ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী মোঃ হাফিজুর রহমান হাফিজ, নির্বাহী সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম আমান মেম্বার, সহ-সভাপতি ও আসন্ন ধামরাই উপজেলা নির্বাচনে মহিলা-ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা আক্তার, যু্গ্ম-সাধারণ সম্পাদক ও রাজধানী টিভির স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহিম মোল্লা রাজু সহ আরও অনেকে।
এ সময় সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন আমরা মানবতার জন্য কাজ করে আসছি। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, আমাকে ভোট দিয়ে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাহলে জনগণের প্রাপ্য আমি তাদের দোড়গোড়ায় পৌঁছে দেবো। এছাড়াও তিনি মানবাধিকার কার্যক্রম কিভাবে আরও গতিশীল করা যায় সেই ব্যাপারে আলোচনা করেন।
মহিলা-ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা আক্তার বলেন জনগণের জন্য কাজ করার জন্যই মাঠে নেমেছি। যথেষ্ট সাড়া পাচ্ছি। ইনসাআল্লাহ বিপুল ভোটে জয় লাভ করবো।
এছাড়াও তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘটে।
© Deshchitro 2024