মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের কারণে আতঙ্ক কাটছে না বাংলাদেশ সীমান্তে। রোববার রাতেও কক্সবাজারের টেকনাফ সীমান্ত মিয়ানমারের মংডু ও আশপাশের এলাকা থেকে মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে কেপে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন, গতরাতে আধা ঘণ্টায় টানা ২১টি মর্টার শেল বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা। থেমে থেমে আসছে গুলির শব্দও।

গত দুই মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সাথে সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তীব্র লড়াই চলছে। যার প্রভাব প্রতিনিয়তই পড়ছে বাংলাদেশের সীমান্তবতীর্ এলাগুলোতে। মাঝে কিছুদিন এই পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গেল এক সপ্তাহ দরে তা আবার বেড়েছে। 

স্থানীয়রা জানিয়েছে, রোববার রাতে রাখাইনের মংডু শহরের নাকপুরা এলাকায় একটানা আধ ঘন্টা বিস্ফেরণ হয়। এতে টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম কেঁপে ওঠে। এরপর রাতে আর কোন শব্দ পাওয়া না গেলেও সোমবার সকালে কয়েকটি গুলির শব্দ পেয়েছেন তারা। 

বিস্পোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে টেকনাফের নীলা ইউনিয়নের রাখাইনপল্লি চৌধুরীপাড়া ও ফুলের ডেইল গ্রামে। অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

তবে, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক রয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী-বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বাড়ানো হয়েছে টহল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024