নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ী কে  ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

মঙ্গলবার (১৯ মার্চ ) নোয়াখালীর সেনবাগের কানকিরহাট বাজার এবং রাস্তারমাথা নামক স্থানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বয়লার মুরগী, ডিম বেশী দামে বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখা, পশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকা, পঁচাবাসি মিষ্টি বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রয়, দোকানে মুল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে  ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ৮০ কেজি পঁচাবাসি মিষ্টি ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,  সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাহিদুল ইসলাম। 

এসময় ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তারিক মাহমুদ ও সেনবাগ থানা পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024