|
Date: 2024-03-19 14:47:27 |
পবিত্র মক্কা নগরী সৌদি আরবে বাইক দুর্ঘটনায় বোরহান উদ্দিন ও মোঃ আজিজ নামের দুই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত বোরহান উদ্দিন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার নাছির উদ্দীনের ছেলে এবং অপরজন মোঃ আজিজ কক্সবাজার সদরের পিএম খালী ইউনিয়নের তোতক খালী গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ মার্চ (রবিবার) নাছির উদ্দীন ও তার নিকট আত্মীয় মোঃ আজিজ সেহরির সময়ে বাইক যোগে বাসায় যাচ্ছিল। পতিমধ্যে বাইক দুর্ঘটনায় পতিত হলে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে সৌদি আরবস্থ মোস্তাফা নুর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজর ভোর ৬ টার দিকে তারা মৃত্যুবরণ করেন বলে জানান নিহত বোরহান উদ্দিনের ভাই বাহার উদ্দিন সাহাব।
বাহার উদ্দিন সাহাব আজাদীকে বলেন, সৌদি আরবের রাষ্ট্রীয় আইন অনুযায়ী সেখানে দাফন কাফনের জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
© Deshchitro 2024