বিধান চন্দ্র দেবনাথ



নারী হলো কারো মা

কারো আবার বোন,

নারীদের মাঝে আছে 

নানা রকম গুণ।


নারীর জন্যই এই পৃথিবী

হয়েছে সুন্দর,

নারীদের কাছে আছে 

কোমল একটা মন।


পৃথিবীর যা কিছু সুন্দর

সৃষ্টি ইতিহাসে,

সব কিছুতেই নারীর অবদান

পুরুষের পাশে।


বিশ্ব মাঝে আছে নারীর 

অনেক অবদান,

সব ক্ষেত্রেই করতে হবে

নারীদের সম্মান।


নারীদের অবহেলা করে

রাখে যারা পিছে,

সেই সমাজের উন্নতি করা

একেবারেই মিছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024