|
Date: 2024-03-20 09:14:06 |
পবিত্র রমজান মাস শুরু থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। পর্যটক না থাকায় মেরামত ও সাজ-সজ্জার কাজ শুরু করেছে অধিকাংশ হোটেল-মোটেল-কটেজ ও রেস্টুরেন্টগুলো।
পর্যটন জোন কলাতলীর হোটেল-মোটেল ও কটেজগুলোতে বুকিং একেবারে নেই বললেই চলে। তবে রোজার মাসেও পর্যটকদের আকর্ষণ করতে হোটেল-মোটেল মালিকেরা কক্ষভাড়ার বিপরীতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ঘোষণা করছেন।
পর্যটক না থাকায় মেরামত ও সাজ-সজ্জার কাজ শুরু করার কথা জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম সিকদার।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অধিনায়ক আপেল মাহমুদ বলেন, কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে পর্যটক না থাকলেও নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
© Deshchitro 2024