|
Date: 2024-03-20 09:14:52 |
কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে লবণ চাষের জমিতে অদ্ভুত এক ধরনের গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দেখতে ভিড় জমাচ্ছে এলাকার লোকজন।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকালের দিকে রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ গ্যাসের সন্ধান পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার মাহমুদ করিমের ছেলে আবদুল মান্নান তার লবণ চাষের জমিতে পানি পুট পুট করার দৃশ্য দেখতে পায়। কৌতূহলী হয়ে তিনি ঐ স্থানে হালকা মাঠে খনন করলে গ্যাসের গন্ধ অনুভব করায় সেখানে আগুন লাগালে মুহূর্তেই ধাও ধাও করে আগুন জ্বলে উঠে। এতে ধারণা করা হচ্ছে ঐ স্থানে গ্যাস রয়েছে।
মুহূর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এ দৃশ্য দেখতে উৎসুক জনতা ঘটনা স্থলে ভিড় জমায়।
এ বিষয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, বিষয়টি শুনছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024