|
Date: 2024-03-20 11:39:03 |
ঝালকাঠির রাজাপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর রাজাপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বাইপাস এলাকার একটি রেঁস্তোরায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাঃ আল আমিন। সংগঠনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মুহাঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন সৌদি ষ্টেট এর সহ-সভাপতি মুহাঃ ফরিদ উদ্দিন, ইসলামী আন্দোলনের রাজাপুর শাখার সেক্রেটারী মাওলানা আল আমিন রুম্মান ও যুব আন্দোলন রাজাপুর শাখার সেক্রেটারী মো. রবিউল ইসলাম সহ অনেকে।
© Deshchitro 2024