সংসদ সদস্য একেএম শামীম ওসমান বুকে ব্যথার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে গত মঙ্গলবার  দুপুর আড়াইটায় হাসপাতালে এনজিওগ্রাম করা হলে সেখানে তার সবকিছু স্বাভাবিক পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে বিষয়টি জানান শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। এসময় শামীম ওসমানকে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায়। তবে তিনি সুস্থ

আছেন বলে ভিডিওতে বার্তা দেন। এদিকে, শামীম ওসমানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২-৩ দিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় মঙ্গলবার বেলা ১১টায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে আজ ২১ মার্চ বৃহস্পতিবার পারিবারিক সুত্রে জানা গেছে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024