নিউজ ডেস্ক : 


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।


ট্রাম্প এই অভিযানের সমালোচনা করেছেন। লকারও ভাংচুরের অভিযোগও করেছেন তিনি। আর নথিপত্র জব্দ করার কথা স্বীকার করেছে ন্যাশনাল আর্কাইভস।


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো বাড়িতে এ অভিযান চালায় এফবিআই।


স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার সময় ট্রাম্প তার মার-এ-লাগো বাড়িতে দাপ্তরিক কোনো কাগজপত্র নিয়ে গেছেন কি না তা তদন্ত করতেই এ অভিযান বলে ধারণা করা হচ্ছে।


ট্রাম্পের আইনজীবী ক্রিস্টিনা বব বলেন, ‘গোয়েন্দা কর্মকর্তারা অভিযানের সময় বেশ কিছু নথিপত্র জব্দ করেছেন।’


ট্রাম্প এই অভিযানের সমালোচনা করেছেন।


তিনি বলেন, ‘এটি আমাদের রাষ্ট্রের জন্য অন্ধকার একটি সময়। আমি সরকারি সব সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ আচরণ বজায় রাখা সত্ত্বেও বিনা অনুমতিতে এমন অভিযান খুব অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক। তারা আমার লকারও ভাংচুর করেছে।’


সাবেক এ প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের অভিযান শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই হয়ে থাকে। দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্রও এখন তেমনই রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশটিকে এমন পর্যায়ে দুর্নীতিগ্রস্ত কখনো দেখেননি বলেও দাবি করেন তিনি।


গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের নথি সংরক্ষণকারী সরকারি সংস্থা, ন্যাশনাল আর্কাইভস, ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র পরিচালনার হিসেব তদন্তের নির্দেশ দেয় বিচার বিভাগ।


তারই সূত্র ধরে এ অভিযান, যেখানে ন্যাশনাল আর্কাইভস জানিয়েছে, ট্রাম্পের মার-এ-লাগো বাসভবন থেকে ১৫টি বক্স উদ্ধার করেছে তারা, যেখানে বেশ কিছু নথিপত্র রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024