ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন কুলা বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের মূলহোতা নারায়নের পুত্র বিষ্ণু বিশ্বাসকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

ঝিনাইদহ র‍্যাব -৬ ক্যাম্প সুত্র জানান,ধৃত আসামী একজন মানব পাচারের চক্রের প্রধান সদস্য। আসামী ভিকটিমের সাথে ব্যবসায়িক সুত্রে পরিচিত হওয়ায় সুবাদে ভিকটিমকে ইতালি পাঠানোর নাম করে সর্বমোট ১৩,৫০,০০০ টাকা চুক্তি হয়। পরবর্তীতে, আসামীকে সাক্ষীদের উপস্থিতিতে ৩,৫০,০০০/(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করে। কিছুদিন পর আসামীকে ভিসার কথা বলে ঢাকা নিয়ে যায় এবং ঢাকার রামপুরার একটি অপরিচিত বাসায় আবদ্ধ কক্ষে আটকে রাখে। ভিকটিমকে অনেক মারধর করে হত্যা করার হুমকি দেয়। এক পর্যায়ে আসামী ভিকটিমকে লোহার রড দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করে এবং আসামীকে জোরপূর্বক মালয়েশিয়া পাচার করার হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে আলোচ্য বিষয়ে নিজে বাদী হয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় মানব পাচার আইন ২০১২ মোতাবেক একটি মামলা দায়ের করেন।

২০ মার্চ ২০২৪ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে,জেলার সদর থানার মানব পাচার মামলার অন্যতম প্রধান পলাতক আসামী জেলার কালীগঞ্জ থানাধীন কুলা বাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কুলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচার মামলার প্রধান পলাতক আসামী নারায়ন বিশ্বাসের পুত্র বিষ্ণু বিশ্বাস(৪৫) কে কালিগঞ্জের কুলা বাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024