কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে দুই ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছেন বর্তমান চেয়ারম্যানের লোকজন। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত হয়েছেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আনছার ও ৫নং ওয়ার্ড সদস্য ডাবলু।




ভুক্তভোগী ইউপি সদস্য ডাবলু জানান, ইউনিয়ন পরিষদে বিধবা ও বয়স্ক ভাতার কার্ড জমা দিয়ে তিনি ও ইউপি সদস্য আনছার উদ্যোক্তা কক্ষের সামনে পৌঁছলে গোবরা গ্রামের রায়হান, হান্নান, রশিদ, শরিফুল ও জাহিদসহ ১০-১৫ জন তাদের পথরোধ করে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে হামলাকারীরা তাদের বেধড়ক মারপিট করে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে কুষ্টিয়া হাসপাতালে তারা দুজনেই ভর্তি আছেন।

তিনি আরও জানান, তাদের ওপর হামলাকারীরা বর্তমান ইউপি চেয়ারম্যান তুষারের লোক। তুষারের নির্দেশেই তাদের ওপর হামলা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের টিআর ও কাবিখা প্রকল্পের ১৩ লাখ টাকার কাজ চেয়ারম্যান এককভাবে করার চেষ্টা করলে তারা বাধা দেন। সেই থেকে চেয়ারম্যান তাদের ওপর ক্ষিপ্ত বলে জানান। সমস্ত ইউপি সদস্য একত্রিত হয়ে তুষার চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয়ভাবে ও স্থানীয়ভাবে আইনের আশ্রয় নেবেন বলে জানান। 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তুষার জানান, আবহাওয়া খারাপ থাকায় তিনি পরিষদে ছিলেন না। ইউপি সদস্যদের ওপর হামলার খবর পেয়ে তিনি পরিষদে গেলে দুই ইউপি সদস্য তাদের ওপর হামলার ঘটনায় তাকে দোষারোপ করেন বলে জানান।

টিআর কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কিছুদিন আগে টিসিবির পণ্য ইউপি সদস্য আনছার ৫ প্যাকেট নিয়ে যাওয়ার সময় হামলাকারীদের সঙ্গে তর্কবিতর্ক হয়। সে কারণে হামলার ঘটনা ঘটতে পারে। তবে কাজটি খুবই নিন্দনীয় এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান। 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024