|
Date: 2024-03-21 16:57:40 |
রূপের সৌ'ন্দর্য একদিন আর থাকবে না
সময়ের পরিক্রমায় তা বি'লীন হবে,
অথচ! মনের সৌন্দর্য সময়ের সাথে সাথে
অনেক বেশি হা'রে বৃদ্ধি পাবে।
তাই যত্ন যদি নিতেই চাও
রুপের থেকে বেশি মনের নাও
শেষ সময়ে এই মনের সৌন্দর্যেই
যেনো একে অপরকে স'ঙ্গ দাও।
মনটা সর্বদা শিশুতোষই রেখো
শ'রীরের বয়স যতই বাড়ুক
বা'র্ধ'ক্য কখনো ছুঁতে পারবে না দেখো
অ'সুখ' যতই আসুক।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।
© Deshchitro 2024