জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গ্রামপুলিশের এক নারী সদস্য আদালতে এ মামলা করেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে জামালপুর নারী ও শিশু দমন ট্রাইবুনালে হওয়া মামলার বিষয়টি ভুক্তভোগী নিজেই সাংবাদিকদের জানান।


তিনি জানান, ইউপি চেয়ারম্যান ছাড়াও মাজালিয়া গ্রামের মো. কামাল হোসেনকেও আসামি করেছেন তিনি। মামলাটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২-এর বিচারক শহীদুল ইসলাম সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের অনুসারী কামাল হোসেন ২০২৩ সালে ওই নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলেন। পরে তাকে ভয় দেখিয়ে স্বামীকে তালাক দেওয়ান।

ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি

এরপর কামাল ডোয়াইল বাজারে বাসা ভাড়া নিয়ে নারীকে থাকতে দেন। সেখানে দীর্ঘদিন ভুক্তভোগীকে ধর্ষণ করেন কামাল।

এদিকে ভুক্তভোগী কামালকে বিয়ের জন্য চাপ দিলে কামাল বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। একপর্যায়ে কামাল জানান, তার আরও দুই স্ত্রী রয়েছে। তাই নতুন বিয়ে করা সম্ভব না।

এ ঘটনার পর ভুক্তভোগী চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের কাছে অভিযোগ করেন। এ সুযোগে চেয়ারম্যান গত ২২ জানুয়ারি গ্রামপুলিশের ওই নারী সদস্যকে একটি স্কুলে আসতে বলেন। সেখানে গেলে পঞ্চম তলার একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন চেয়ারম্যান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করি। কিন্তু বিদ্রোহী প্রার্থীরা নির্বাচিত হয়ে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসব মামলার কোনো সত্যতা এবং ভিত্তি নেই।

এদিকে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আদালত সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023