|
Date: 2024-03-22 08:40:27 |
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে পিতা- পুত্রের মতবিরোধের জেরে নিজ বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সংগঠিত ঘটনায় বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় জিনিসপত্র সহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবার ।
২১ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫ টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম নাই্যক্ষ্যংদিয়া এলাকার হাফেজ জামাল হোসেনের বসতবাড়ীতে। ঘটনায় জড়িত ছেলে ওসমান গনি পলাতক রয়েছে।
পিতা জামাল হোসেন জানান, তার ছেলে ওসমান গনির স্ত্রীর বেপরোয়া আচরণ, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মাস তিনেক আগে পিত্রালয়ে চলে যায়। সেখানেও একই পন্থায় চলাফেরা করার খবর পান আত্মীয় স্বজনরা। ঘটনার দিন দুপুরে ওসমান গনির স্ত্রী পুনরায় স্বামীর ঘরে ফিরে এলে শ্বশুর জামাল হোসেন বাধা প্রদান করেন।
বাসায় প্রবেশ করতে না দেয়ার বিষয়টি মুঠোফোনে তার স্বামী ওসমান গনিকে জানালে ক্ষিপ্ত হয়ে ২ লিটার পেট্রোল এনে বাড়ির চারদিকে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে তাতেও বাধা দেয় ওসমান গনি। যার ফলে বাড়িটি রক্ষা করতে পারেনি প্রতিবেশীরা।
ওসমান গনির বাবা হাফেজ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বসতবাড়ির প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম জানান, লোকমুখে শুনেছি বাবা- ছেলের মতবিরোধের জেরে ছেলে ওসমান গনি বাসায় আগুন লাগিয়ে দিয়েছে।
© Deshchitro 2024