|
Date: 2024-03-22 11:57:48 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে উপজেলার লাঙ্গলবাঁধে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় লাঙ্গল বাঁধ দারুল ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অহনা আর্ট স্কুলের আয়োজনে পেট্রো বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিশু শিক্ষার্থীরা এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লাঙ্গল বাঁধ দারুল ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সভাপতি ইউসুফ আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্রীখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।
© Deshchitro 2024