|
Date: 2022-10-22 17:45:48 |
মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত ও সন্তানদের বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম।
২২ অক্টোবর ( শনিবার) বিকেল ৩ টায় নগরীর নিউমার্কেট সংলগ্ন দোস্তবিল্ডিং চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল আমীন, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে যুদ্ধাপরাধীদের লালনকারী অপশক্তির অভয়াশ্রম হতে পারেনা। স্বাধীনতা বিরোধীদের নামে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থাপনার নাম এ বছরের বিজয় দিবসের আগেই অপসারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী। সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু, সম্পাদক মণ্ডলীর সদস্য জসীম উদ্দিন, হাজী সেলিম রহমান, নুরুল হুদা চৌধুরী, ডা. ফজলুল হক সিদ্দিকী, অ্যাডভোকেট কামরুল আজম টিপু, মঈনুল আলম খান, অ্যাডভোকেট মিলাদুল আমীন, ইয়াছির আরাফাত, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, নবী হোসেন সালাউদ্দিন, মোজাম্মেল মানিক, কামাল উদ্দিন, মোহাম্মদ সিরাজ, ফারুক চৌধুরী, শহিদুল আলম লিটন, কোহিনুর আকতার প্রমুখ।
© Deshchitro 2024