|
Date: 2024-03-22 22:26:53 |
গতকাল শুক্রবার (২২ মার্চ) পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণের আয়োজন করে টুয়েন্টিফোর ক্লাসরুম (একাডেমি)। প্রতিষ্ঠালগ্ন থেকেই পড়াশোনার পাশাপাশি টুয়েন্টিফোর ক্লাসরুম (একাডেমি) বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রেখেছে।
এর মধ্যে পথশিশুদের পাঠদান, সুষম ও পুষ্টিকর খাদ্য বিতরণ, পথশিশুদের মাদক মুক্ত রাখা, মাদকাসক্ত শিশুদের কাউন্সিলিংয়ের মাধ্যমে সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনা, নারী শিক্ষার ব্যপক বিস্তার ঘটানো, শিক্ষাবৃত্তির মাধ্যমে অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থাসহ নানামুখী শিক্ষা সংক্রান্ত সামাজিক কর্মকান্ডে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর রমজান মাস উপলক্ষে শুক্রবার পথশিশুদের জন্য ইফতারের আয়োজন করে একাডেমিক এই প্রতিষ্ঠানটি।
তারা বিভিন্ন জায়গায় দলবদ্ধ টিমের মাধ্যমে রেলওয়ে, রাস্তা, পার্ক ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নমূল, অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের হাতে ৫০০ প্যাকেট ইফতার তুলে দেয়। অবহেলিত এই শিশুদের কাছে প্রতিটি প্যাকেট যেন প্রাণবন্ত খুশির ঝলক।
© Deshchitro 2024