|
Date: 2022-10-22 18:23:34 |
আত্মবিস্বাস মনোবল ইচ্ছা শক্তিতে মোঃ জালাল উদ্দীন ময়মনসিংহ পুলিশ লাইন হইতে ১৮-১০-২২ তারিখ সাইকেল চালিয়ে কক্সবাজার উদ্দেশ্য রওনা হোন। আল্লাহুর রহমতে সহীহ সালামতে অবশেষে দীর্ঘ তিন পর ২১-১০-২২রিখ কক্সবাজার গন্তব্য পৌঁছান। জালাল উদ্দীন প্রমাণ করে দেখি দিলেন, ইচ্ছা শক্তি মনোবল, আত্মবিস্বাস থাকলে সব কিছু সম্ভব। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।আগামী কাল উনি বাড়ি উদ্দেশ্য কক্সবাজার থেকে রওনা হবেন।
© Deshchitro 2024