জয়পুরহাটে “জানু গ্রুপ” নামে একটি কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার সোহানসহ আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (২২ মার্চ) দুপুর দেড়টায় জয়পুরহাট জেলা স্টেডিয়াম এলাকা থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল “জানু গ্রুপ” নামে একটি কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার সহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের গোলাম মোস্তফার ছেলে কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার তাজমির হোসেন সোহান (২৪), তাতিপাড়া গ্রামের নজরুল খানের ছেলে সাকিব খান ওরফে রাতুল (২৩), একই গ্রামের প্রবীর চন্দ্র মহন্ত'র ছেলে পীযুষ কুমার মহন্ত (২৪), স্টেডিয়াম রোডের বুলুপাড়ার গোলাম মোস্তফার ছেলে আব্দুল্লাহ মুমিন (২৩), নিশিররোড বনমালিপাড়ার মহন কর্মকারের ছেলে জয়ন্ত কুমার (২১), আদর্শপাড়া মহল্লার নূর মোহাম্মদ এর ছেলে আব্দুল হাই কাফি তামিম (২৩), তাতিপাড়া গ্রামের লক্ষন মহন্তের ছেলে জয় মহন্ত (২২), সাহেবপাড়া মহল্লার মোস্তাফিজার রহমান টুলু এর ছেলে পিপাস মোল্লা (২৩)।


শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমন নানাবিধ অভিযোগের ভিত্তিতে স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে গ্যাং লিডার সোহানসহ জানু গ্রুপের ৮ জনকে আটক করা হয়।


পরবর্তীতে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024