ফসলের সাথে এ কেমন শত্রুতা, নিজ ১৬ শতাংশ জমিতে শশা রোপণ করেছিলেন কৃষক তাজুল ইসলাম (ভুট্টো)।

রাত পোহালেই জমি থেকে নতুন শশা তোলার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু আজ শনিবার ( ২৩ মার্চ) সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান তার জমির সব শশা (প্রায় ৪০০ কেজি) রাতের আঁধারে কে যেনো তুলে নিয়ে গেছে। পরে তিনি বুঝতে পারেন গত দুই দিন আগে ৬ থেকে ৭ জন পোলাপান কৃষকের স্ত্রীর কাছে রাতের আঁধারে শশার গাছ উপরে তুলে দেওয়ার হুমকি দিয়ছিলেন হয়তোবা তারাই এমন জঘন্য কাজ করতে পারে। 

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর কাচারী পাড়া গ্রামে। কৃষক মোঃ তাজুল ইসলাম (ভুট্টো) গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপির লক্ষীপুর কাচারী পাড়া গ্রামের মৃত মোঃ তসর উদ্দিনের ছেলে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করেননি ভুক্তভোগী কৃষক।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত দুই আড়াই মাস পূর্বে  তাজুল ইসলাম (ভুট্টো) নিজ ১৬ শতাংশ জমিতে শশা রোপণ করেন। ফলনও ভালোই ধরতে শুরু করেছিলো। মাত্র দুই এক তোলা দিয়েছে, আজ সকালে শশা তুলতে আসলে  এই ঘটনা দেখতে পায় কৃষক ভুট্টো মিয়া। তবে গত দুই দিন আগে ৬ থেকে ৭ জন পোলাপান ভুট্টোর স্ত্রীর কাছে রাতের আঁধারে শশার গাছ উপরে তুলে দেওয়ার হুমকি দিয়ছিলেন। কিন্তু হুমকি দাতা কাউকেই চিনতে পারেনি আমারা।

ভুক্তভোগী কৃষক মোঃ তাজুল ইসলাম (ভুট্টো) জানান, আজ ২৩ মার্চ শনিবার সকালে বাজারে নেওয়ার জন্য তিনটি বস্তা নিয়ে, জমিতে শশা তুলতে গেলে দেখতে পায় জমিতে একটা শশাও নেই, রাতের আঁধারে কে বা কারা এই কাজ করছে ভাবতে পারছি না। তবে গত দুই দিন আগে ৬ থেকে ৭ জন পোলাপান (কিশোর গ্যাং) আমার স্ত্রীর কাছে শশা চেয়েছিলেন না দেওয়ায় রাতের আঁধারে শশার গাছ উপরে তুলে দেওয়ার হুমকি দিয়ছিলেন। সম্ভবত তারা এ কাজ করতে পারে। প্রায় ৪০০ কেজির মত হবে, আমার এমন ক্ষতি করায়, এমন কাজের নিন্দা জানাচ্ছি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023