সিরাজগঞ্জে অবৈধ তেল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা ও পাম্পের সরনজামাদি জব্দ করেছে ভ্রামান আদালত। 

আজ দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সিমান্ত বাজার এলাকায় মেসার্স মা ট্রেডার্স তেল পাম্পে এই ভ্রামমান আদলাত পরিচালনা করা হয়। 

ভ্রামমান আদালতটি পরিচালনা করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান। 

এসময় তিনি বলেন, ইতিপূর্বেও এই পাম্পটিকে মোবাইল কোটের মধ্যেমে জরিমানা করে ছিলগালা করা হয়েছিলো। পরর্বিতে তিনি সরকারি নিষেদ অমান্য করে আবরো অবৈধ ভাবে তেল মজুদ করে পাম্প পরিচালনা করেন। তারই ধারাবাহিকতায় আজকেও এই তেল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা সহ ৪ টি মেশিন জব্দ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024