|
Date: 2024-03-23 14:27:30 |
উলিপুর পৌর এলাকা দিয়ে প্রবাহিত বুড়ি তিস্তায় ৪ বছর আগে ভূমি অধিগ্রহণ ছাড়াই পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ক্যানেল খননে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক নিয়ে একটি প্রতিনিধি দল আজ (২৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় বণিক সমিতি কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় ভূমি অধিগ্রহণ ছাড়াই ক্যানেল খনন করায় কৃষকদের অপূরণীয় ক্ষতির বিষয়টি মাননীয় সংসদ সদস্যের কাছে তুলে ধরা হয়। তিনি অত্যন্ত মনোযোগ সহকারে কৃষকদের আর্থিক ক্ষতির বিষয়টি শোনেন এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বাবুকে পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মনোনীত করায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন,উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তৈয়বুর রহমান,গোলাম মোঃ ছারওয়ার্দী মাস্টার, মোঃ মাসুদ রানা, নুর ইসলাম নুরু, প্রাক্তন মেম্বার মোঃ জয়নাল আবেদিন , আলহাজ্ব মুজিবর রহমান, মোঃ মুজিবুর রহমান মাস্টার,হাফেজ আব্দুল খালেক প্রমুখ।
© Deshchitro 2024