বরিশাল মেট্রো পলিটন বিএমপি কোতয়ালি মডেল থানা অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট  সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে  আটক করেন এ অভিযান পরিচালনা করেন মডেল থানার এসআই/রেজাউল ইসলাম রেজা, এএসআই/আসাদুজ্জামান এবং সংগীয় ফোর্স এর সমন্বিত বিশেষ অভিযানিক টিম সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে  রাত ২৩ঃ১০ ঘটিকায় কোতয়ালি মডেল থানাধীন ২১ নং ওয়ার্ডস্থ হাতেম আলী কলেজ চৌমাথা আবাসিক হোটেল প্রেসিডেন্ট এর তৃতীয় তলার ৩০১ নং কক্ষে অভিযান চালায়অভিযান পরিচালনায় অভিযুক্ত  (১) মোঃ নাইম (২৫) পিতা-নুরুল আমিন, মাতা- রেহেনা বেগম সাং- বিপিনপুর,০২ নং ওয়ার্ড, থানা- মহিপুর, জেলা- পটুয়াখালী (০২) মোঃ তারিকুল ইসলাম শাওন (২৯) পিতা- আবু তাহের, মাতা- শাহনাজ বেগম,সাং- উত্তর সরাইপাড়া, ১২ নং ওয়ার্ড, থানা- পাহাড়তলী, জেলা-চট্রগ্রামদ্বয়ের হেফাজত হইতে ২১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট  উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন।ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024