ঝিনাইদহ কোটচাঁদপুর থানাধীন কল্যাণনগর  হতে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

গত ২২ মার্চ র‌্যাব ৬, সিপিসি-২, ঝিনাইদহ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কন্যানগর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি  আনুমানিক রাত ১১.৪৫ মিনিটের সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কন্যানগর গ্রামে (সাফদারপুর টু শাহাপুর রোড) কন্যানগর ঈদগাহ ময়দান এর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। আসামী- ১। হৃদয় দাস (২৬), পিতা-মৃত সাধন দাস, সাং- চাকলাপাড়া, ২। মোফাজ্জেল হোসেন (৫০), পিতা-মৃত চতুর আলী শেখ, সাং- কুরাপাড়া, উভয় থানা- ঝিনাইদহ সদর থেকে ৪৬ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৪৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024