মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ২৪ মার্চ সকাল ১১টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত আদর্শ কলেজ এ দুর্নীতিবিরোধী বিশেষ কর্মসূচি’র আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সীমান্ত আদর্শ কলেজ এর দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিষয়ভিত্তিক বক্তৃতা, আবৃত্তি ও দেশাত্মবোধক গান এর প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ এর অধ্যাক্ষ মোঃ আজিজুর রহমান। বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী'। কবি শামসুর রাহমান এর ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতার উপর আবৃত্তি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দেশাত্মবোদক গান এর প্রতিযোগিতার বিষয় ছিল যে কোন ‘দেশাত্মবোধক বাংলা গান’। প্রতিযোগিতাশেষে কলেজ এর অধ্যাক্ষ মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহসভাপতি ভারতেশ্বরী বিশ্বাস, সদস্য ড. দিলারা বেগম, কলেজের উপধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, ড. ফাহিমা খতুন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল হামিদ ‘শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহব্বান জানান। তিনি দুর্নীতি প্রতিরোধের হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইন তথা তথ্য জানার উপর গুরুত্ব আরোপ করেন।’ অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি প্রফেসর আব্দুল হামিদ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের টিআইবি’র দুর্র্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। সবশেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়েস সদস্য নিয়াজ মোর্শেদ ও সমাপ্তি গাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন অন্যান্য ইয়েস সদস্যবৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024