|
Date: 2024-03-24 14:57:57 |
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) কলাতলীর ওশ্যান প্যারাডাইজ হোটেলে এ ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ইফতারে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
এসময় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান সুমনসহ পদস্থ সরকারি কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
© Deshchitro 2024