|
Date: 2024-03-24 17:07:25 |
রাজাপালং ইউনিয়ন পরিষদে অনুষ্টিত হয়েছে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি’র আয়োজিত সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি করা প্রকল্প (সি এস পি সি) ইউনিয়ন মিডিয়েটরস ফোরাম এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সাথে মাসিক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪ মার্চ) দুপুরে রাজাপালং ইউনিয়ন পরিষদের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি’র আয়োজিত সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি করা প্রকল্প (সি এস পি সি) ইউনিয়ন মিডিয়েটরস ফোরাম এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন রাজাপালং ইউনিয়ন মিডিয়েটরস ফোরামের সভাপতি ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।
উক্ত সভায় ওয়ার্ড মিটিয়েটরস ফোরামের সদস্যদের প্রশিক্ষণের বিষয় আলোচনা ও সদস্যগণ ওয়ার্ড মেম্বারদের নেতৃত্বে প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত হয়। মিডিয়েশনের গুনগত মান সৃষ্টির লক্ষ্যে ডকুমেন্টেসন সংরক্ষণের বিষয় ফোরাম সদস্যগণ সহমত প্রকাশ করেন এবং বাস্তবায়ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন। প্রকল্পের প্রতিনিধিগণ লাইভ মিডিয়েশনে পর্যবেক্ষক হিসেবে থাকার প্রস্তাব করলে বিষয়টি ফোরামে ইতিবাচক হিসেবে গ্রহণ করা হয়।
উক্ত সভাটি রাজাপালং মেডিয়েটরস ফোরামের বিভিন্ন শ্রেণী পেশার সদস্যগণ উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
মিটিংয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং আলোচনাকারী হিসেবে ছিলেন ইউএনডিপি’র প্রতিনিধি ট্রেইনার মোঃ আব্দুস সামাদ মিজি, উপজেলা কর্মকর্তা সালেহা আকতার ও মোঃ কেফায়েত উল্লাহ ।
© Deshchitro 2024