|
Date: 2022-10-23 09:53:28 |
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার দুটি প্লাস্টিক কারখানা ও কয়েকটি গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে বাকলিয়ার নোমান কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।
লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘ভোর সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। লামার বাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের ৮টি ইউনিট এতে অংশ নেয়। কারখানাটি প্লাস্টিকের রিসাইকেল ফ্যাক্টরি বলে তিনি জানান। পাশে দুইটি গোডাউনও ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কারণ, আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন দেখি বিদ্যুতের তারে তারে আগুন ছড়াচ্ছিল।’ তবে আগুনের ক্ষয় ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি।
© Deshchitro 2024