- টাঙ্গাইলের মধুপুরে ডিপ্লোমা কৃষিবিদ দিবস পালিত হয়েছে। ২৩ অক্টোবর রবিবার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মধুপুর উপজেলা শাখা এ দিবস উদ্যাপন করে। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি করা হয়। “জননেত্রী শেখ হাসিনা’র অবদান ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির সম্মান” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মধুপুর উপজেলা শাখা সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুুুরুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য আনিছুর রহমান, মাজেদুর রহমান ও আব্দুল বাছেদ প্রমূখ। এ সময় মধুপুর শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন | সম্পাদক : ওয়াহিদুজ্জামান
© Deshchitro 2024