কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


সোমবার (২৫ মার্চ) ভোরে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামীম হোসেনের সার্বিক নির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উখিয়া থানাধীন ৫নং পালংখালী ইউপির ঘোনারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপর্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাকিল আহমেদ বিপিএম এর সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।


পুলিশ জানায়, জিআর সাজা-২৩৫/২০১৬, দায়রা নং-৬১৮২/২০১৬ মামলার “পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড” প্রাপ্ত আসামী মোঃ নাছির (১৮), উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ থাইংখালী ঘোনারপাড়া এলাকার মোঃ মোজাহার ও মকিমা বেগম এর ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024