|
Date: 2024-03-25 15:03:19 |
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা সোমবার বিকেলে লেলাং বধ্যভূমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার মুক্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন, ওসি (তদন্ত) আবু জাফর মো: সালেহ, উপজেলা শিক্ষা অফিসার হাসানুল কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ (এলমজি)।
এসময় উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, দায়িত্বপ্রাপ্ত উপজেলা কমান্ডার বোরহান উদ্দীন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্তিত ছিলেন।
© Deshchitro 2024