নির্বাচনী তফসিল অনুযায়ী সরকারী চাকুরীর আবেদনের বয়স  ৩৫ করার দাবীতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নরসিংদী জেলার সরকারী চাকুরী প্রার্থীরা।


অদ্য ২৩ অক্টোবর রবিবার সরকারী চাকুরী প্রত্যাশি যুবসমাজ, বাংলাদেশ এর ব্যানারে  সকাল ১০.৩০ মিনিটে নরসিংদী প্রেসক্লাবের সামনে শুরু হয় চাকুরির বয়স সীমা ৩৫ করার দাবীতে এই মানব বন্ধন। 


চাকুরী প্রার্থীদের এই মানববন্ধনে ওদের  দাবী গুলো ছিল  নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারী চাকুরীর আবেদনের বয়স ৩৫ এ উন্নতিকরন। বেকডেটেড বৈষম্যমুলক নীতি পরিহার করন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত।


নরসিংদী প্রেসক্লাবের সামনে সকাল থেকেই সরকারী চাকুরী প্রত্যাশীরা বিভিন্ন স্লোগানের " মাগো তোর পায়ে পরি ৩৫ এ যাব বাড়ি","৩১ বছরের অচলায়তন ভাঙ্গ চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এ আনো" প্লাকার্ড ফেস্টুন সহ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


এছাড়াও চাকুরীর বয়সসীমা বৃদ্ধির জন্য আয়োজিত আজকের এই মানববন্ধনে, বক্তব্য, স্লোগান মুখরিত ছিল নরসিংদী প্রেসক্লাবের সামনের রাস্তা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024