|
Date: 2024-03-26 02:07:47 |
বিধান চন্দ্র দেবনাথ
২৫শে মার্চের কালো রাতে,
পাক বাহিনী করলো যখন হানা
তখন থেকেই স্বাধীনতা যুদ্ধের
বেঁধেছিল দানা।
বাঙালি জাতি বীরের জাতি
মাথা নোয়াবার নয়,
তাঁদের বুকে কোন সময়
নাই তো কোন ভয়।
নয় মাস যুদ্ধে কত
ভাই হারিয়েছে বোন,
আর স্ত্রী হারিয়েছে স্বামী
স্বাধীনতাটাই ছিল তাঁদের কাছে দামী।
ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে
পেলাম স্বাধীনতা।
তাই তো আমরা বীর বাঙালি
আমরা স্বাধীন চেতা।
© Deshchitro 2024