|
Date: 2024-03-26 04:52:57 |
স্বাধীন করে দেশ কিনেছি
মুদ্দাসির বিল্লাহ
যখন তখন মরছে মানুষ
জিবন বাঁচার তরে
স্বাধিন করে দেশ কিনেছি
দেশের মাথা ক'রে?
সবুজ শ্যামল মাঠ পেয়েছি
ফসল ছিলো ভরে
সব খেয়েছে জোয়ারভাটা
কে ছেড়েছে কেরে?
আমার দেশে স্বাধিন কথার
মত নিয়েছে কেড়ে
দশের কথা বললে ওহে
মরার আগেই মারে!
জিবন এখন যাওয়ার তলে
যাবি যখন যারে
যাওয়ার আগে ভাঙনা কপাট
মারনা ওদের ঘারে!
© Deshchitro 2024