|
Date: 2024-03-26 08:10:59 |
কক্সবাজারের উখিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সালেহ আহমদ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ২৫ শে মার্চের সেই কালো রাতের স্মৃতিচারণ করেন বক্তাগণ। উপস্থিত সকলেই শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই কালো রাতে পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন হারানো দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, পুলিশ বাহিনীর সদস্যসহ আপামর মুক্তিকামী জনগণকে।
আলোচনা সভার পরিশেষে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলার আহ্বান জানান বক্তারা।
© Deshchitro 2024