|
Date: 2024-03-26 12:40:37 |
নীলফামারীর ডোমারে 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪' উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬শে মার্চ) সকাল ৮টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ'র সভাপতিত্বে পতাকা উত্তোলন করেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এরপর পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, বেসামরিক বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু সংগঠনের সদস্যদের সমাবেশ, কুচকাওয়াজ ও মার্চপাস অনুষ্ঠিত হয়। পরে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নৃত্য ও অভিনয় প্রদর্শিত হয়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরমিন আক্তার জাহান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ।
এর আগে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। দিবসটির প্রত্যুষে 'হৃদয়ে স্বাধীনতা' স্মৃতিসৌধের শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
© Deshchitro 2024