|
Date: 2024-03-26 13:07:00 |
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে লাখো শহিদেরা প্রাণ দিয়েছিলেন এই স্বাধীনতা অর্জনের জন্য। সকল শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাই দিনকে স্মরণীয় করে রাখতে পালন করা হয় মহান স্বাধীনতা দিবস। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মহসিন ফরাজী,স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ আলী এরশাদ, ডাঃ রনজিত সরকার, নাঈম ভূঁইয়া, আক্তার হোসেন প্রমুখ,এ সময় শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024