|
Date: 2024-03-26 14:56:55 |
স্বাধীনতার ৫৪ বছরে বিশ্বের কাছে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে নিজেকে প্রমাণ করেছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পরে এসে দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাঁঝ সকালে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদের করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, উখিয়া থানা পুলিশ, উখিয়া অনলাইন প্রেসক্লাব,উখিয়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্মিলিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে উখিয়া থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস,স্কাউটসহ উখিয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও সংবর্ধনা। “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুির রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024