ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট’স এসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট) এর ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট অডিটোরিয়াম এই ইফতারের আয়োজন হয়।

ডুসাটের সভাপতি মোর্তজা হোছাইন শাফি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক  ইমতিয়াজ আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব (অব.) সুলতান আহমেদ, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, সেনাবাহিনীর (অব) মেজর আবু তাহের, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ মোহাম্মদ কামাল হোছাইন, আইনজীবী সাঈদ চৌধুরী ভুট্টো, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্যাগ এবং সংযমের শিক্ষা ছাত্রজীবনে প্রয়োগ করে সফলতার উচ্চ আসনে আসীন হয়ে সততা এবং ন্যায়পরায়ণতা দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে উদ্যমী হতে হবে। সবশেষে মোনাজাত ও ইফতার পরিবেশন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024