পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচাল মো.ইকবাল হোসেন খানের পিতা আশরাফ হোসেন খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।


রবিবার (২৩ অক্টোবর ) মহাপরিচালক মো. ইকবাল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,দীর্ঘদিন ধরে আব্বা বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা বাড়লে গত শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


মৃত্যুকালে তিনি তিন ছেলে,৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


রবিবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটায় ময়মনসিংহের নান্দাইলে বীরকামট খালী  গ্রামে নিজ বাড়ীতে জানাজা সম্পন্ন হয়।


আশরাফ হোসেন খানের ছোট ছেলে মাওলানা আকবর হোসেন খান তার বাবার জানাজা পড়ান।জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024