|
Date: 2024-03-26 16:05:45 |
আদমদীঘির সান্তাহারে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৫ মার্চ) রাতে সান্তাহার পৌরসভার সাহেবপাড়া পরিত্যক্ত রেষ্টহাউজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দেবখন্ড গ্রামের আজিজার মন্ডলের ছেলে সামছুল হক (৫৪), নওগাঁর সদরের সাহাপুর গ্রামের অমূল্য সরকারের ছেলে আব্দুর রশিদ প্রদীপ (নব মুসলিম) (৫২) নওগাঁর আত্রাই উপজেলার আটগ্রাম গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। বর্তমানে তারা সান্তাহার পৌরসভার সাঁতাহার, ঢাকাপট্রি ও ইয়ার্ড কলোনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, গত সোমবার রাতে সান্তাহার পৌরসভার সাহেবপাড়া পরিত্যক্ত রেষ্টহাউজের সামরে বেশ কয়েকজন ব্যক্তি চাইনিজ কুড়াল, হাসুয়াসহ দেশীয় অস্ত্র দিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালিয়ে উল্লেখিত তিনজন ডাকাতকে গ্রেফতার এবং তাদের নিকট থেকে রশি, হাসুয়া, চাইনিজ কুড়াল, কাঠের লাঠি, লোহার রড, হাতুড়িসহ দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে মামলা রুজু করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024