|
Date: 2024-03-26 16:10:34 |
বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৫ মার্চ) রাতে উপজেলার সান্দিড়া গ্রামের আফাজ মন্ডলের বাড়ির সামনে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের জাফের মন্ডলের ছেলে আফাজ মন্ডল (৬২) ও একই গ্রামের জলিল সরদারের ছেলে সাগর সরদার (৪০)।
পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার সান্দিড়া গ্রামে উল্লেখিত স্থানে গাঁজা বিক্রি করার সময় পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, গতকাল মঙ্গলবার মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। ।
© Deshchitro 2024