মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম),

সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে কোন না কোন মানুষ। আর নিহতের স্বজনদের আহাজারীতে ভারী হচ্ছে আকাশ বাতাস। এমনই এক করুণ দুর্ঘটনায় প্রাণ গেল এক হতদরিদ্র অটোরিক্সাচালকের। নিহতের নাম মোহাম্মদ মজিদ (৪০)। তার বাড়ী চুনতি ইউনিয়নের সাতগড় আসকর আলী পাড়ায়। নিহতের পিতার নাম রমজান আলী বলে জানা যায়। বিবাহিত জীবণে সে দুইজন সন্তানের  পিতা। স্থানীয়দের ভাষ্যমতে আজ মঙ্গলবার ২৬ মার্চ বিকাল সাড়ে ৩ টার দিকে  লোহাগাড়া জমিদার পাড়া এলাকায় মহাসড়কে লেগুনার সাথে বিপরীত দিক হতে আসা ব্যাটারী চালিত অটোরিক্সা মুখোমুখো সংঘর্ষ হয়। তাতে রিক্সাচালক মজিদ মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার উন্নতি না হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় ৯.৩০ মিনিটের দিকে সে  ইহলোক ত্যাগ করেন। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024