কুড়িগ্রামে উলিপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  হয়েছে।  
দিবসের কর্মসূচির মধ্যে ছিলো, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার,একাত্তরের গণকবর ও স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ। আকস্মিক বৃষ্টির কারণে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বিলম্বে ১১ টার দিকে শুরু ও তা সংক্ষিপ্ত করা হয়।অনুষ্ঠানের মূলপর্ব উলিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। 
পুলিশ, আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস, স্কাউটস সদস্যরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অতিথিদের অভিবাদন জানান।পরে প্রধান অতিথি স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ও অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যেও পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোলাম মর্তুজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর হকসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024