কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পতাকার আদলে ধানক্ষেত করে প্রশংসায় ভাসছেন  আবু জাফর (৩৫) নামে এক স্কুলশিক্ষক। তিনি উলিপুর পৌরসভার নাওডাঙা গ্রামের মোঃ আবু বক্করের ছেলে। তিনি উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 স্বাধীনতার মাসে ধানক্ষেতের মাঝে চারা গাছ দিয়ে ফুটিয়ে তোলা জাতীয় পতাকার প্রতিচ্ছবি দেখতে ভিড় করছে উৎসুক জনতা।
সরেজমিনে দেখা যায়, এক একর ত্রিশ শতক জমিতে বিরি-১০৪ জাতের ধানচাষ করেছেন আবু জাফর। এরমধ্যে ক্ষেতের এক শতক জমিতে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকার প্রতিচ্ছবি। জমির আইলের পাশ দিয়ে বেগুনি ধান গাছের চারা রোপণ করে ফুটিয়ে তুলেছেন পতাকার খুঁটি। বিরি-১০৪ জাতের ধানের সবুজ চারাকে পতাকার জমিন ও জিঙ্ক সমৃদ্ধ বেগুনি ধানের চারাকে বৃত্ত ও পতাকার খুঁটিস্বরুপ সারিবদ্ধ ভাবে রোপণ করেছেন তিনি।
 প্রথম দিকে ধান গাছের পাতায় পুরোপুরি রঙ ধারণ না করায় স্পষ্ট চিত্র বোঝা না গেলেও বর্তমানে ধান গাছের পরিপক্কতার কারণে দৃশ্যমান হয়েছে পতাকা। এমন ব্যতিক্রমী ধানক্ষেত দেখে এলাকার লোকজন খুশী। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দেখতে আসছেন লোকজন।
 আসসালামু আবু জাফর বলেন, আমি শিক্ষকতার পাশাপাশি চাষাবাদ করে থাকি। দেশের প্রতি ভালোবাসা ও মমত্ব প্রকাশে মানুষজন বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে চায়। তেমনি আমিও চেষ্টা করছিলাম মাত্র। স্বাধীনতার মাসে জাতীয় পতাকার আদলে করা ধানক্ষেতটি দৃশ্যমান হওয়ায় মানুষজনের দেখার আগ্রহ বেড়েছে।
 বিভিন্ন এলাকার লোকজনের মন্তব্য, শিক্ষক আবু জাফরের জাতীয় পতাকার আদলে করা ধানক্ষেতটি সত্যি প্রশংসনীয়। এমন দৃশ্য দেখে আমরা মুগ্ধ। #


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024