|
Date: 2024-03-27 06:49:33 |
জয়পুরহাটের ক্ষেতলালে মাইক্রোবাসের ধাক্কায় সাইম হোসেন (৬) নামে একটি শিশু প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার বটতলী বাজার এলাকার জয়পুরহাট টু বগুড়া আঞ্চলিক সড়কের তিলাবদুল মধ্যপাড়া নামক স্থানেএ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত শিশু সাইম হোসেন (২৬) ক্ষেতলাল পৌর এলাকার তিলাবদুল মধ্যপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে৷
এলাকাবাসী জানান, ইফতারের পূর্ব মুহূর্তে সাইম তার বড় ভাইকে ডেকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এমন সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি চালকসহ পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, শিশুটির পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷
© Deshchitro 2024