|
Date: 2024-03-27 07:29:58 |
ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম (৪৮) নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ফতেপুর মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে।
এলাকাবাসীরা জানান, চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই বিরোধের জের ধরে সকাল বেলা তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। এরপর ভাতিজা বাড়ি থেকে বেশ কিছু দূরে (বেড়ের মাঠে) চাচাকে মারার জন্য অপেক্ষা করে। এ সময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে চাচা সেখানেই মারা যান।
ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, শাহ আলম শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ভাতিজা রাজু মানসিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে ভ্যান চালিয়ে বাড়ি থেকে সড়াতলা বাজারে আসেন শাহ আলম। এরপর সেখানে থাকা মানসিক ভারসাম্যহীন ভাতিজা রাজু তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা নাজনীন জানান, হাসপাতালে আসার আগেই শাহ আলমের মৃত্যু হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, অভিযুক্ত রাজুকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024