|
Date: 2024-03-27 13:45:06 |
গলাচিপা শিক্ষা কল্যাণ ট্রাস্টের অধীনে নির্বাচিত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক মো: নূর কুতুবুল আলম। বুধবার সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে জেলা প্রশাসক মতবিনিময় করেন।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার মু. শাহ আলম, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফোরকান কবির, থানা অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে প্রতিষ্ঠিত গলাচিপা স্কিল ল্যাবের গঠনতন্ত্র উন্মোচন ও দুই দিন ব্যপী অনুষ্ঠিত প্রোগ্রামিং কর্মশালা অংশ নেয়া উপজেলার বাছাইকৃত ৭০ জন শিক্ষার্থীকে সনদ ও দক্ষতা উন্নয়ন মূলক বই উপহার দেয়া হয়।
© Deshchitro 2024