তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 


এসময় মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তব্য রাখেন, কামারগাঁ ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক,সাধারণ সম্পাদক শ্রী নির্মল সরকার, মাদারীপুর আইডিয়াল কলেজের সভাপতি ইসরাফিল আলম,৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য লুৎফর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024